গালে ঘা ওষুধ বা জিহবা ঘাঁ রোগের সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানবো প্রথমে নিচের পিকচার বা ছবিটি দেখুন এই রোগীটি কেমন হয়
![]() |
মুখে ঘা বা গালে ঘা কে স্টোমাটাইটিস বলে| পেটের অসুখ এবং ভিটামিনের অভাবে এই রোগ হয়. আবার ধূমপান করলে , দাঁতের আঘাতে, এবং সব সময় বেশি গরম খাবার খেলে এরকম হয়.এছাড়া জ্বরে ভোগার পরে দেখা দেয়। শিশু ও বয়স্কদের মধ্যে মুখ পরিষ্কার জনিত কারণে এ রোগটি বেশি দেখা দেয়
গালে ঘা রোগের লক্ষণ সমূহ
১.ঝাল ও মসলাযুক্ত খাবারে ঝাল লাগে
২.খাবারে সঠিক স্বাদ পাওয়া যায়না
৩.জিহবা ,দাঁতের মাড়ি , গালের ভিতরে ব্যাথা অনুভব হয় এবং ফুলে থাকে
৪. জিহবা উপর দগদগে লাল রং এবং ঘা দেখা দেয়
গালে ঘা বা মুখে ঘা রোগের চিকিৎসা
১. পোভিডন আয়োডিন ১% যুক্ত : মাউথওয়াশ যেমন Viodin (square)
ওষুদের মাত্রা : প্রতিদিন সকাল ও রাতে ১০ মিলিগ্রাম বা ২ চমক পানি ও ওষুধ মিশিয়ে কুলকুচি করতে হবে
২. দাত ও মুখের যত্নে রিবোফ্লাভিন (Riboflavin) জাতীয় ট্যাবলেট যেমন: Ribosina 5 mg (Ibn Sina) প্রতিদিন ৩ বার পানি দিয়ে বা চুষে খেতে হবে.( চুষে খেলে বেশি ভালো)
৩. ব্যাথা কমানোর জন্য প্যারাসিটামল ( paracetamol ) জাতীয় ওষুধ : tab. Napa 500 mg (Beximco) প্রতিদিন ৩ বার ৫ থেকে ৭ দিন
৪. দাঁতের মাড়িতে ঘা এর জন্য মেট্রোনিডাজল (Metronidazol) জাতীয় ওষুধ যেমন : tab.Metryl 400 mg (Opsonin) প্রতিদিন ৩ বার ৩ থেকে ৫ দিন
৫. ভিটামিন সি জাতীয় ওষুধ : যেমন Tab.Ceevit 250 mg প্রতিদিন 2 বার ১০ দিন
কোন অসুখে কি চিকিৎসা জানতে ভিজিট করুন এখানে ক্লিক করুন
0 Comments