Header Ads Widget

Reversair 10 এর কাজ কি? - OsuderKaz

 Reversair  10 Tablet ( রিভারসেয়ার ট্যাবলেট ) এর কাজ কি? সে সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানব। সে জন্য সম্পূর্ণ লেখাটি পড়বেন তাহলে আপনারা Reversair Tablet সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। তো চলুন জানা যাক Reversair 10 tablet details in Bangla

Reversair 10 এর কাজ কি?

Reversair 10 এর কাজ কি? নিচে দেওয়া হলো:

  1. এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহৃত হয়|
  2. এ্যালার্জিক রাইনাইটিস্ এর উপসর্গ নিরাময়ে: মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস্ এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস্ রোধে ব্যবহৃত হয়|
  3. ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে ব্যবহৃত হয়|

ওষুধের ব্যবহার, প্রভাব এবং ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত:

মুখে সেবনযোগ্য সিলেকটিভ লিউকোট্রাইন রিসেপ্টর এন্টাগনিস্ট যা সিসটেইনাইল লিউকোট্রাইন রিসেপ্টরকে (CysLT1) প্রতিহত করে। এরাকিডোনিক এসিডের বিপাকীয় দ্রব্য হলো সিসটেইনাইল লিউকোট্রাইন (এলটিসি৪, এলটিডি৪, এলটিই৪) যা মাস্ট সেল এবং ইয়োসিনোফিল্স সহ বিভিন্ন ধরনের লিউকোট্রাইনের সেল থেকে নির্গত হয়।

সিসটেইনাইল লিউকোট্রাইনের উৎপাদন এবং রিসেপ্টরের সাথে বন্ধন এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্ এর প্যাথোফিজিওলজির সাথে জড়িত (যেমন শ্বাসতন্ত্রের ইডিমা, অনৈচ্ছিক পেশীর সংকোচন) এবং এটি কোষের কার্যকারিতার পরিবর্তন করে, যার ফলে এ্যাজমার লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

Reversair 10 tablet খাওয়ার নিয়ম বা মাত্রা ও সেবনবিধি:

প্রাপ্ত বয়স্ক এবং কিশোর (১৫ বছর এবং এর উর্দ্ধে)-

  1. এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্: ১০ মিগ্রা দৈনিক ১ বার
  2. ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ১০ মিগ্রা দৈনিক ১ বার

শিশু (৬ বছর- ১৪ বছর)-

  1. এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্: ৫ মিগ্রা দৈনিক ১ বার
  2. ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ৫ মিগ্রা দৈনিক ১ বার

শিশু (৬ মাস - ৫ বছর)-

  1. এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্: ৪ মিগ্রা দৈনিক ১ বার
  2. ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: নির্দেশিত নয়

বিশেষ দ্রষ্টব্যঃ
এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্ এ আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে ১ টি এবং ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে ২ ঘন্টা আগে ১ টি করে ট্যাবলেট সেবন করা উচিত।

রিভারসেয়ার ট্যাবলেট এর ডোজ'স ফর্ম:  ট্যাবলেট (পানি দিয়ে মুখে খাওয়ার জন্য) মন্টিলুকাস্ট খাবার আগে বা পরে যেকোন সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

Reversair Tablet এর ধরণ : Reversair Tablet টি তিন ধরণের হয়.

  1. Reversair 10
  2. Reversair 5
  3. Reversair 4

এই তিন ধরণের ট্যাবলেট এর একই কাজ কিন্তু রোগীর ধরণ ও বয়সের উপর ভিত্তিকরে এক এক জন কে এক এক টা দেওয়া হয়

Reversair 10 ঔষধের মিথষ্ক্রিয়া:

মন্টিলুকাস্ট এর সাথে অন্যান্য ওষুধ যেমন-থিওফাইলিন, প্রেডনিসোলন, প্রেডনিসন, টারফিনাডিন, ওরাল কন্ট্রাসেপটিভস্, জেমফাইব্রোজিল, ইট্রাকোনাজল, ডিগক্সিন, ওয়ারফেরিন, ডিকনজেসটেন্ট, থাইরয়েড হরমোন, সিডেটিভ-হিপনোটিক, নন-স্টেরয়ডাল এন্টি-ইনফ্লামেটরি এজেন্ট, বেনজোডায়াজেপিন, এবং সাইটক্রোম P450 এনজাইম ইনডিউসার এর ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই। খাদ্য ও অন্যান্য: খাদ্য ও অন্যান্য কিছুর সাথে বায়োএভেইলিবিলিটি এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না।

Reversair 10 ঔষধের প্রতিনির্দেশনা:

মন্টিলুকাস্ট কিংবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত।

Reversair ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া:

সাধারণ: জ্বর, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথাব্যথা, ত্বকের বিরুপ প্রতিক্রিয়া,বমিবমি ভাব, বমি, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ।

অস্বাভাবিক স্নায়ুবিক যন্ত্রণা, দুর্বলতা, দুশ্চিন্তা, হতাশা,পেশীর বেদনা, অস্বাভাবিক আচরণ, হতাশা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, রক্তক্ষরণ, বিরক্তিভাব, অসুস্থতাবোধ, মাংস পেশীর বেদনা, মাথা ঘোরা,ফুলেওঠা, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা।

বিরল: এনজিওডিমা, মনোযোগহীনতা, ফ্যাকাশে ভাব, ইয়োসিনোফিলিক গ্রানুলোমেটোসিস্ এবং পলিঙ্গাইটিস্, ইরিথেমা নোডাসাম, হ্যালুসিনেশন, লিভারের সমস্যা, সৃত্মিলোপ, বুক ধড়ফড় করা, শারীরিক কম্পন,পালমোনারী ইউওসিনোফেলিয়া, আত্মহত্যার প্রবণতা।

Reversair 10 tablet গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:

গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট ব্যবহার করা যেতে পারে।

মন্টিলুকাস্ট মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে।

Reversair 10 tablet সেবনের সতর্কতা:

মন্টিলুকাস্ট স্টেটাস এ্যাজমাটিকাসসহ তীব্র এ্যাজমা সংক্রমণে ব্যবহার করা যায় না। নিউরো-সাইকিয়াট্রিক ঘটনাগুলোর মধ্যে উত্তেজনা, বৈরীতা, উদ্বিগ্নতা, হতাশা, বিভ্রান্তি, মনোযোগহীনতা, দু:স্বপ্ন, হ্যালুসিনেশন, অনিদ্রা, বিরক্তি, স্মৃতিলোপ, অস্থিরতা, স্বপ্নচারিতা, আত্মঘাতি চিন্তা ও আচরণ (আত্মহত্যা) এবং কম্পন পরিলক্ষিত হয়।

Reversair tablet সংরক্ষণ:

৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলাে থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

Reversair 10 মাত্রাধিক্যতা:

অধিকাংশ ক্ষেত্রে মাত্রাধিক্যের নির্দিষ্ট তথ্য ও উপাত্ত পাওয়া যায়নি। প্রায়ই ঘটে, এমন বিরূপ অভিজ্ঞতাগুলি মন্টিলুকাস্টের নিরাপত্তা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পেট ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং সাইকোমোটর হাইপারএকটিভিটি পরিলক্ষিত হয়।

মাত্রাধিক্যের ক্ষেত্রে, প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থাসমূহ, যেমন-পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অপসারণ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং সহায়ক চিকিৎসা প্রয়োগ করা উচিত।

Reversair Tablet তৈরী করেছেন কোন কোম্পানী ?

এ সি আই লিমিটেড (বাংলাদেশ)

Reversair tablet এর দাম কত?

  1. Reversair 10 mg tablet price প্রতি পিচ := 16 tk

জেনেরিক নাম: মন্টিলুকাস্ট সোডিয়াম

কোন অসুখে কি চিকিৎসা জানতে ভিজিট করুন এখানে ক্লিক করুন

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments