Header Ads Widget

Napa Extra এর কাজ কি? - Osuderkaz

Napa Extra (নাপা এক্সট্রা) এর কাজ কি? সে সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানব। সে জন্য সম্পূর্ণ লেখাটি পড়বেন তাহলে আপনারা নাপা এক্সট্রা সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। তো চলুন জানা যাক Napa extra tablet details in Bangla

 

Napa Extra (নাপা এক্সট্রা) এর কাজ কি? 
 
Napa Extra এর কাজ কি? নিচে দেওয়া হলো:
 

১.জ্বর।
২.সাধারণ সর্দিজ্বর ।
৩.মাইগ্রেন ও মাথাব্যথা।
৪.কান ব্যথা ।
৫.কণ্ঠনালীর প্রদাহ।
৬.বাত ও মাংসপেশীর ব্যথা।
৭.পিঠব্যথা।
৮.দাঁত ব্যথা।
৯.ঋতুস্রাবজনিত ব্যথা।
১০.স্নায়ুবিক যন্ত্রণা।

ওষুধের ব্যবহার, প্রভাব এবং ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত:

ইহা প্যারাসিটামল ও ক্যাফেইনের সমন্বিত একটি ঔষধ। প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে। ক্যাফেইন হচ্ছে একধরনের অ্যালকালয়েড যা থিওফাইলিন সদৃশ জ্যানথিন যৌগ। প্যারাসিটামলের সাথে আন্তঃআণবিক সংযুক্তির মাধ্যমে ক্যাফেইন, প্যারাসিটামলের দ্রবণীয়তা ও আন্তঃমেমব্রেন ভেদ্যতা বৃদ্ধি করে। এছাড়াও ক্যাফেইন পেইন থ্রেশোল্ড এবং পেইন সহনীয়তা বৃদ্ধি করে। ক্যাফেইন মস্তিষ্কের ভেসেল টোন বৃদ্ধি করে যা মাইগ্রেন ও মাথাব্যথার চিকিৎসায় সহায়ক।

নাপা এক্সট্রা খাওয়ার নিয়ম বা মাত্রা ও সেবনবিধি:

প্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তদূর্ধ্ব বয়স্কদের চিকিৎসায়: ১-২ টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি ৪-৬ ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। সর্বোচ্চ মাত্রা ২৪ ঘণ্টায় ৮ টি ট্যাবলেট।
১২ বছরের কম শিশু: এটি ১২ বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য নয়।

বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

নাপা এক্সট্রা ঔষধের মিথষ্ক্রিয়া:

এটি এন্টিকোয়াগুলেন্ট দ্বারা নিয়ন্ত্রিত প্রোথ্রম্বিন সময়কে প্রভাবিত করতে পারে। এলকোহল বা প্যারাসিটামলের লিভার মেটাবলিজম বৃদ্ধি করে এমন ঔষধ (যেমন-বারবিচুরেট, ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট)-এর সাথে এটির যৌথ ব্যবহার লিভারের উপর ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করে।

নাপা এক্সট্রা ঔষধের প্রতিনির্দেশনা:

প্যারাসিটামল, ক্যাফেইন বা এটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত।

নাপা এক্সট্রা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া:

অনুমোদিত মাত্রায় এটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। তবে কদাচিৎ ত্বকের সংক্রমণ যেমন, আর্টিক্যারিয়া দেখা দিতে পারে।

নাপা এক্সট্রা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:

এপিডেমিওলজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারাসিটামল ব্যবহার যদিও নিরাপদ, তদুপরি এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।

নাপা এক্সট্রা সেবনের সতর্কতা:

তীব্র লিভার ও কিডনি রোগের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এ ঔষধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সমৃদ্ধ ঔষধ সেবন করা যাবে না এবং অতিরিক্ত চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে।

নাপা এক্সট্রা সংরক্ষণ:

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

নাপা এক্সট্রা ট্যাবলেট তৈরী করেছেন কোন কোম্পানী ?

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বাংলাদেশ)

Napa Extra এর দাম কত?

প্রতি পিচ : ৳ ২.৫০ (২৪০ পিচ প্যাকেট সাইজ : ৳ ৫৯৯)

জেনেরিক নাম: প্যারাসিটামল + ক্যাফেইন

নাপা এক্সট্রা ডোজ'স ফর্ম: ট্যাবলেট (পানি দিয়ে মুখে খাওয়ার জন্য)

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments